Monday, August 9, 2010

ফটোসপে ধাপে ধাপে থ্রিডি বক্স তৈরি করা যায় খুব সহজেই। এই টিউটোরিয়ালটি ফলো করলে আপনি যে কোন থ্রিডি বক্স তৈরি করতে পারবেন। আসুন বকবক না করে শুরু করে দেই। পাশে ফকির বসে আছে

প্রথমে ফটোসপে প্রবেশ করুন। তারপর 500*500 পিক্সেলে একটি নতুন ডকুমেন্ট নিন। এর রেজুলেশন হবে ৭২। এরপর নিচের চিত্রের মত খানিকটা অংশ Rectangular Marque Tool দিয়ে সিলেক্ট করে নিন।


এরপর টুলবার থেকে Gradient Tool সিলেক্ট করুন। তারপর চিত্রের মত উপরের দিকে খেয়াল করে দেখবে উপরে গ্রেডিয়েন্ট চলে এসেছে। এখানে ক্লিক করে আপনার কাংখিত গ্রেডিয়েন্টটি দিন।


আমি চিত্রের মত দিলাম।

এরপর আবার চিত্রের মত সিলেক্ট করুন এবং আগের চাইতে একটু গাঢ় করে গ্রেডিয়েন্ট দিন। এক্ষেত্রে গ্রেডিয়েন্টএ কালো সিলেক্ট করতে পারেন।


আমি চিত্রের মত দিলাম


এরপর আপনি যে বিষয়ের উপরে বক্সটি তৈরি করবেন সেটার নাম দিন। আমি নিচের মত দিলাম





এরপর আপনার হয় শিরোনামটা চিত্রের মত পাশের গাঢ় স্তানে দিয়ে দিন।


এই ধাপ পর্যন্ত আসার পর ইমেজটার লেয়ারকে ফিটেন করে ফেলতে হবে। এজন্য লেয়ার উইন্ডো আনতে হবে। কিবোর্ড থেকে F7 প্রেস করুন। এরপর এখানকার মেন্যু থেকে ফিটেন ইমেজ করুন।


এরপর ইমেজটির চিত্রে নির্ধারিত স্থান Rectangular Marque Too এর সাহায্যে ব্লক/সিলেক্ট করুন।


এরপর চিত্রের স্থানে যান


আপনার নির্ধারিত স্থান সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে একটু উপরের দিকে দিয়ে দিন।


এরপর আবার বামপাশেও একইভাবে করে ফেলুন


এরপর একটু মানানসই লাগবে। একে আরেকটু কারুকাজ করুন। এরপর শ্যাডো দেওয়ার পালা। এজন্য ব্লক তুলে ফেলার জন্য প্রথমে কিবোর্ড থেকে CTRL+D প্রেস করুন। তারপর নতুন লেয়ার তৈরি করার জন্য কিবোর্ড থেকে CTRL+J চাপুন। এরপর আপনার বক্সের অংশটুকু ব্লক করে নিন।


এরপর Edit > Transform > Flip Vertical এ যান।


এরপর ইমেজের সাথে নির্দিষ্ট অংশ সিলেক্ট করে মিলিয়ে দিন।



তারপর চিহ্নিত স্থান ক্লিক করে কুইকমাস্ক মুডে নিন।


চিত্রের মত গ্রেডিয়েন্ট দিন

আপনার ইমেজ এমন হবে


এরপর নিচের কিছু অংশ সিলেক্ট করুন।


এবং নরমাল মুডে ফিরে আসুন এবং এরপর কিবোর্ড থেকে ডিলিট চাপুন। আপনার সর্বশেষ সেইভ কৃত ইমেজটি হবে এরকম


এই টিউটোরিয়ালে মোট ২২ ছবি ব্যবহার করা হয়েছে মোট খরচ হবে মাত্র ৭৪৮ কিলোবাইট। ইমেজগুলোর মান অক্ষুণ্ন রেখে সাইজ যতটা সম্ভব ছোট করা হয়েছে। সুতরাং ব্যান্ডউইডথ নিয়ে চিন্তা নেই!!!!

না পারলে আবার পুরোটা প্রথম থেকে পড়ুন। ধন্যবাদ মনযোগসহকারে পড়ার জন্য।

ফেসবুক/টুইটারে শেয়ার/সংরক্ষণ

No comments:

Post a Comment