Tuesday, August 10, 2010

80+ Photoshop Keybord Shortcuts for You!

Aponader modhay amon keo ke achen j-kina photoshop use koren ne? Ami sure shobai bolben, korache. Photo edit korar jonno photoshop er dharay-kachay-o onno kono software nei. Onek photoshop experts achen jara outsourcing madhomay taka income korachen. Thak tader kotha, amra jara shokher boshay photoshop use kori tara janen ati handle kora koto-khani tough!

Jara photoshop use koren tara neschoi kesu keybord shortcut use koren, ami use kori kinto shobgulo monay rakha shotti kothin. Ajkay internet browse kortay kortay onek gulo Photo shop shortcut key paya gelum. Amar nejar jonno muloto agulo collection kora. Kinto vablam a-gulo jodi aponader shatay share kori tohalay hoito oneker kajay lagbay. Nechay ami Photoshop Keybord Shortcuts gulo share korache.

Photoshop Keybord Shortcuts

Essential Photoshop Keybord Shortcuts:


Path / Direct Selection Tool -------------------- A
Brush / Pencil / Color Replacement Tool----- B
Crop Tool------------------------------------------ C
Default Colors------------------------------------ D
Eraser Tool ---------------------------------------- E
Cycle Screen Modes---------------------------------- F
Gradient / Paint Bucket Tool------------------------- G
Hand Tool -------------------------------------------- H
Eyedropper / Sampler / Measure Tool------------------ I
Spot Healing / Healing / Patch / Red Eye------ J
Slice Tool ------------------------------------------- K
Lasso Tool-------------------------------------------- L
Marquee Tool…----------------------------------------- M
Notes / Audio Annotation Tool ------------------------ N
Dodge / Burn / Sponge Tool ---------------------------- O
Pen / Freeform Pen Tool ------------------------------- P
Standard / Quick Mask Mode ---------------------------- Q
Blur / Sharpen / Smudge Tool…--------------------------- R
Clone / Pattern Stamp Tool -------------------------- S
Type Tool (Vertical / Horizontal) ---------------------- T
Shape Tool --------------------------------------------- U
Move Tool ---------------------------------------------- V
Magic Wand Tool----------------------------------------- W
Switch Colors ------------------------------------------ X
History / Art History Brush Tool ----------------------- Y
Zoom Tool ---------------------------------------------- Z
Hand Tool (toggle) ------------------------------------- Space
Zoom In (toggle)---------------------------------------- Ctrl+Space
Zoom Out (toggle) -------------------------------------- Alt+Space

Others Photoshop Keybord Shortcuts


Cycle Path / Direct Selection Tools -------------------- Shift+A
Cycle Brush / Pencil / Color Replacement --------------- Shift+B
Cycle Eraser Tools ------------------------------------- Shift+E
Menubar (show / hide) ---------------------------------- Shift+F
Toggle Gradient / Paint Bucket Tools ------------------- Shift+G
Cycle Eyedropper / Sampler / Measure…------------------- Shift+ I
Cycle Spot / Healing / Patch / Red Eye…----------------- Shift+J
Toggle Slice / Slice Select Tools………………………….. Shift+K
Cycle Lasso Tools………………………………………… Shift+L
Toggle Rectangular / Elliptical Marquee…………………. Shift+M
Toggle Notes / Audio Annotation Tools …………………. Shift+N
Cycle Dodge / Burn / Sponge Tools …………………….. Shift+O
Toggle Pen / Freeform Pen Tools ……………………….. Shift+P
Cycle Blur / Sharpen / Smudge Tools……………………. Shift+R
Toggle Clone / Pattern Stamp Tools…………………….. Shift+S
Cycle Type Tools (Vertical / Horizontal)…………………. Shift+T
Cycle Shape / Line Tools ………………………………… Shift+U
Toggle History / Art History Brush ………………………. Shift+Y
Airbrush (Brush Tool)……………………………………. Alt+Shift+P
Actual Pixel……………………………………………… Alt+Ctrl+0
Adjust Invert………………………………………………Ctrl+I
Adjust Auto Level………………………………………… Shift+Ctrl+L
Adjust Color Balance……………………………………..Ctrl+B
Adjust Curve …………………………………………… Ctrl+M
Adjust Desaturation ……………………………………. Shift+Ctrl+U
Adjust Hue……………………………………………….Ctrl+U
Adjust Level……………………………………………… Ctrl+L
Close Document…………………………………………. Ctrl+W
CMYK Preview ……………………………………………Ctrl+Y
Copy…………………………………………………….. Ctrl+C
Cut………………………………………………………. Ctrl+X
De select………………………………………………… Ctrl+D
Edit in Standard mode…………………………………… Q
Exit………………………………………………………. Ctrl+Q
Fade……………………………………………………. Shift+Ctrl+F
Feather…………………………………………………. Shift+Ctrl+D
Fit on screen……………………………………………. Ctrl+0
Free Transform………………………………………… Ctrl+T
Gamut Warning…………………………………………..Shift+Ctrl+Y
Group with previous…………………………………….. Ctrl+G
Hide/Show Edge………………………………………… Ctrl+*
Hide/Show path………………………………………… Shift+Ctrl+H
Hide/Show ruler……………………………………….. Ctrl+R
Inverse………………………………………………… Shift+Ctrl+I
Last Filter……………………………………………… ctrl+F
Look Guides……………………………………………. Alt+Ctrl+;
Marge Down………………………………………….. Ctrl+E
Merge Visible…………………………………………… Shift+Ctrl+E
New Document………………………………………… Ctrl+N
New Layer……………………………………………… Shift+Ctrl+N
Numeric Transform…………………………………….. Shift+Ctrl+T
Open Document………………………………………. Ctrl+O
Page Setup…………………………………………….. Shift+Ctrl+P
Pest…………………………………………………….. Ctrl+V
past info………………………………………………… Shift+Ctrl+V
Preference…………………………………………….. Ctrl+K
Print…………………………………………………… Ctrll+P
save a copy document………………………………… Alt+Ctrl+S
Save as Document ……………………………………. Shift+Ctrl+S
Save Document………………………………………… Ctrl+S
Select All………………………………………………. Ctrl+A
Snap to Grid………………………………………….. Shift+Ctrl+”
Snap to Guides………………………………………… Shift+Ctrl+;
Standard screen mode……………………………….. F
Undo………………………………………………….. Ctrl+Z
Ungroup………………………………………………. Shift+Ctrl+Z
Zoom In………………………………………………. Ctrl+
Zoom Out…………………………………………….. Ctrl-

Creating Chameleon Effect Fabric Texture

Creating Chameleon Effect Fabric Texture

Here one more interesting tutorial where I’m going to show you how to create amazing fabric texture with chameleon effect using just Photoshop tools.

Let’s start with a new document. For this Photoshop tutorial I’m using a rather puny size of 700×700#7000a4, #911661 and drag a linear gradient. pixels, feel free to use a larger size though. Select some appropriate colors, for example colors of

Creating Chameleon Effect Fabric Texture 01

After that use the Smudge Tool (Brush: 100px, Mode: Normal, Strength: 50%) to add a couple of paint-brush strokes.

Creating Chameleon Effect Fabric Texture 02

Ok, after that create the texture. Apply Filter > Texture > Texturizer with next presets:

Creating Chameleon Effect Fabric Texture 03

We made our fabric texture like on the picture below.

Creating Chameleon Effect Fabric Texture 04

Let’s add some folds to our fabric. Select the Burn Tool (Brush: 100 px, Mode: Shadows, Exposure: 20%) and add a few dark lines to the canvas.

Creating Chameleon Effect Fabric Texture 05

Now, apply the Dodge Tool (Brush: 100 px, Mode: Highlights, Exposure: 30%) to enhance contrast of the folds.

Creating Chameleon Effect Fabric Texture 06

Reduce the brush size and add thin bright lines on the top of folds.

Creating Chameleon Effect Fabric Texture 07

Looks good, isn’t it? And the last one thing that we have to do is add chameleon effect to our fabric. For this apply Quick Mask Mode with gradient as below:

Creating Chameleon Effect Fabric Texture 08

Then go back to Standard Mode. Now we have some selected area.

Creating Chameleon Effect Fabric Texture 09

Apply Image > Adjustments > Hue/Saturation (or press Ctrl+U) to selected area with similar settings to these:

Creating Chameleon Effect Fabric Texture 10

Remove selection with Ctrl+D and we get the next chameleon effect:

Creating Chameleon Effect Fabric Texture 11

Ok, we are done for now! Thanks for reading; I hope you enjoyed the tutorial!

Creating Chameleon Effect Fabric Texture 12 


Monday, August 9, 2010

ফটোসপ বেসিকস- টুলবক্স-১


আসুন ফটোসপের টুলবক্স সম্পর্কে জেনে নেই। ফটোসপ চালু করলে এর বামদিকে দেখতে পাবেন টুলবক্স। কোন যন্ত্র খারাপ হয়ে গেলে যেমন একটি ছোট টুল বক্সের মধ্যে সেলাই রেঞ্জ, প্লাস, স্ক্রু ইত্যাদি থাকে তেমনি ফটোসপে ছবির কাজ করার সময় টুলবক্স অত্যান্ত জরুরী একটি বিষয়।

চিত্র-১ টুল বক্স


আসুন এক এক করে সব টুল বক্সের কাজ জেনে নেই। এখানে প্রায় ৩০ রকম টুল আছে। আলোচনার সুবিধার্তে আমরা এদেরকে ৬ টি গ্রুপে ভাগ করছি। প্রতিটি টুলে আবার দু থেকে তিনটি করে সাব টুল আছে। টুলের উপর রাইট ক্লিক করলেই এগুলো পাওয়া যায়। আসুন জেনে নেই

প্রথম ভাগ- ১। Marquee Tool: Marquee Tool চার প্রকার


ক. Rectangular Marquee Tool: এটি দিয়ে আপনি চার কোনা আকারে ইমেজে সিলেক্ট করতে পারেন। নরমালি ড্র্যাগ করে সিলেক্ট করা যাবে। আর যদি আপনি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে বর্গাকারে সিলেক্ট হবে।
খ. Elliptical Marquee Tool: এটি দিয়ে আপনি বৃত্তাকারে ইমেজে সিলেক্ট করতে পারেন। নরমালি ড্র্যাগ করে সিলেক্ট করা যাবে। আর যদি আপনি শিফট ধরে ড্র্যাগ করেন তাহলে বর্গাকারে সিলেক্ট হবে।
গ. Single Row Marquee Tool: এটি দিয়ে আপনি ইমেজে Row আকারে দাগ ভাবে সিলেক্ট করতে পারবেন।
ঘ. Single Column Marquee Tool: এটি দিয়ে আপনি ইমেজে Column আকারে দাগ ভাবে সিলেক্ট করতে পারবেন।
Marquee Tool এর যে কোন একটি সিলেক্ট করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে নিচের চিত্রের মত আসবে।

এখান থেকে আপনি অপশন পরিবর্তন করে বিভিন্ন কাজ করতে পারেন। যেমন আমি যদি Feather 10 Px করে Rectangular Marquee Tool দিয়ে সিলেক্ট করে Alt+Backspace দিই তাহলে এমন হবে

২। Move Tool:

এই টুলটির নাম Move Tool এটি দিয়ে আপনি আপনার ইমেজের কোন লেয়ারকে মুভ করাতে পারি। (লেয়ার সম্পর্কে একটু পরে যাচ্ছি)! আপনি এখানে ক্লিক করলেই দুই বা ততোধিক লেয়ার থাকলে এ্যাকটিভ লেয়ারটি সিলেক্ট হবে এবং আপনি ড্র্যাগ করে Move করাতে পারেন।

৩। Lasso Tool:

ইমেজের বিভিন্ন স্থানে সিলেক্ট করতে এর জুড়ি নেই। Lasso Tool তিন প্রকার।

ক. Lasso Tool: এটিকে একটি পেনসিল ভাবুন। পেনসিলের মত চাপ দিয়ে যতটুকু আঁকাবেন তারপর ছেড়ে দিলেই ঐ অংশটুকু সিলেক্ট হবে।
খ. Polygonal Lasso Tool:  ধরুন আপনার হাতে খুটি ও তার সাথে বাঁধা সুতা দেওয়া হলো। এটিকে তাই মনে করুন। প্রথমে এক যায়গায় ক্লিক করে নিন খুটি পুতে যাবে। তারপর আবার আরেক জায়গায় ক্লিক করুন। তাহলে আরেকটি খুটি পুতবে। এভাবে ইমেজের বিভিন্ন জায়গা সিলেক্ট করতে পারবেন।
গ. Magnetic Lasso Tool: যারা আমার মত অলস তারা এটি ব্যবহার করতে পারেন। এটিতে তেমন কোন পরিশ্রম হবে না। শুধু ইমেজের যেখানে যেখানে যাবেন সেখানে এটি রং পার্থক্য দেখে সিলেক্ট করে যাবে। তবে এতে ভাল ফলাফল না আশাকরাই ভাল।

৪। Magic Wand Tool:

ধরুন পাসপোর্ট সাইজের কোন ইমেজে ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে নীল আপনি হালকা নীল করতে চাচ্ছেন। তাহলে তাড়াতাড়ি করে Magic Wand Tool ব্যবহার করে নীল এর উপর ক্লিক করুন। তাহলে নীল অংশটুকু সিলেক্ট হবে। তাহলে আপনি সহজেই যে কোন কালার সিলেক্ট করতে পারবেন। হ্যা ভাই, বুঝতে পেরেছেন তাহলে এটি দিয়ে আপনি যে কোন এক রং এর উপর ক্লিক করেই সে অংশটুকু সিলেক্ট হয়ে যাবে।

৫। Crop Tool:

এটি ব্যবহার করে আপনি ইমেজকে যে কোন সাইজে Crop বা রিসাইজ করতে পারবেন। এটিতে ক্লিক করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে নিচের মত আসবে।

এখানে আপনি সাইজ দিয়ে ক্রপ করতে পারেন। (বোনাস টিপস- বর্তমান ইমেজের সাইজ দেখার জন্য Front Image এ ক্লিক করুন।

ফটোসপ বেসিকস- টুলবক্স-২


এই লেখাটি পড়ার আগে এর আগের পর্ব ফটোসপ বেসিকস- টুলবক্স-১ পার্টটি পড়ে আসুন
৬। Healing Brugh Tool: চকৎকার একটি টুল। এতে তিনটি পার্ট আছে।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox8.gif
ক. Healing Brugh Tool: একস্থান থেকে কপি করে আরেকস্থানে আনার জন্য উপযুক্ত ব্রাশ। এই টুলটি সক্রিয় করে যেখান থেকে কপি করে আনবেন শুধুমাত্র কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে ক্লিক করুন। তাহলেই হবে। তারপর যেখানে ড্র্যাগ করবেন সেখানেই কপি  হয়ে যাবে।
খ. Patch Tools: এটা লেসোটুলের মতই তবে হয়ত একটু বিশেষত্ব আছে। এটা ক্লিক করে সক্রিয় করুন। তাহলে ষ্ট্যান্ডার্ড টুলবারে এমন চিত্র দেখতে পাবেন।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox9.gif
তারপর লেসোটুলের মতই আকান তারপর Use Pattern এ ক্লিক করুন। সুন্দর একটা প্যাটার্ণ হয়ে যাবে।
গ. Color Replacement Tool:  এক কালারের পরিবর্তে আরেক কালার দেওয়ার জন্য এটি ব্যবহার হয়। কালার প্যালেটে শুধুমাত্র কালার সিলেক্ট করে ড্র্যাগ করুন।
৭। Brush Tool: ফটোসপের সবচেয়ে কার্যকরী টুল হল এইটি।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox10.gif
ব্রাশ সম্পর্কে এর আগে পোষ্ট দিয়েছি। ব্রাশ টুল সিলেক্ট করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে এমন দেখতে পাবেন।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox12.gif
এখান থেকে বিভিন্ন ব্রাশ সিলেক্ট করতে পারবেন
http://www.rongmohol.com/uploads/1805_toolbox11.gif
ব্রাশের ষ্টাইল ও সাইজ নির্ধারণ করতে পারবেন
http://www.rongmohol.com/uploads/1805_toolbox13.gif
বিভিন্ন প্রকার মুড দিতে পারবেন এবং আরও অনেক কিছুই করতে পারবেন।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox14.gif
এখানকার ব্রাশ টুলে দুইটি টুল আছে। একটি ব্রাশ আরেকটি পেনসিল।
৮। Stamp Tool: এখানে দুটি টুল আছে।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox15.gif
ক. Clone Stamp Tool: এটির ব্যবহার Healing Brugh Tool এর মতই। একস্থান থেকে কপি করে আরেকস্থানে আনার জন্য উপযুক্ত ব্রাশ। এই টুলটি সক্রিয় করে যেখান থেকে কপি করে আনবেন শুধুমাত্র কিবোর্ড থেকে Alt চাপ দিয়ে ক্লিক করুন। তাহলেই হবে। তারপর যেখানে ড্র্যাগ করবেন সেখানেই কপি  হয়ে যাবে।
খ. Pattern Stamp Tool: প্যাটার্ন সম্পর্কে এর আগে আলোচনা হয়েছে। তারপরও বলছি বিভিন্ন প্যাটার্ন দেওয়ার জন্য এটির ব্যবহার।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox16.gif
এটি সক্রিয় করলে ষ্ট্যান্ডার্ড টুলবার থেকে আপনি বিভিন্ন প্যাটার্ন পছন্দ করে ছবিতে প্রয়োগ করতে পারেন।
৯। History Brush Tool: আপনারা হয়ত ইমেজকে বিভিন্ন ইফেক্ট দিয়ে ভরে ফেলেছেন। ইফেক্ট দিতে দিতে নাক, মুখ চোখের অবস্থা একেবারে কাহিল হয়ে গেছে। (ভয় পাবেন না আপনার না আপনার ছবির) তো এবার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আনতে ব্যবহার করুন এই টুলটি।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox17.gif
এখানে দুটো টুল পাবেন। ব্যবহার করে দেখুন কোনটি কেমন।
১০। Eraser Tool: নাম শুনেই বুঝে গেছেন!! হ্যা মশাই এটি দিয়ে মুছতে বা ডিলিট করতে হয়। এতে তিনটি টুল আছে।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox18.gif
ক. Eraser Tool: এটা সিলেক্ট করে ড্র্যাগ করে আপনি অপ্রয়োজনীয় অংশ মুছতে পারবেন।
খ. Background Eraser Tool: ধরুন, আপনার কোন ছবিতে শুধুমাত্র নীল অংশটুকু ডিলিট করতে হবে। তাহলে এটি সিলেক্ট করে মাঝখানে প্লাস অংশ নীলের উপর রেখে ক্লিক করুন। নীল অংশটুকু ডিলিট হয়ে যাবে। আশাকরি বুঝতে পেরেছেন।
গ. Magic Eraser Tool: ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল আর এইটির কাজ একই শুধুমাত্র একটু প্রার্থক্য হল ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে ইরেজ  করলে টুলটির আকারের স্থানের অংশটুকু ইরেজ হবে। আর এটি দিয়ে ইরেজ করলে যতটুকু এক কালার আছে তার সবটুকুই ইরেজ/ডিলিট হবে।
১১। Gradient Tool: গ্রিডেন্ট হল বিভিন্ন কালারের সমন্বয়। এখানে দুইটি টুল আছে।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox19.gif
ক. Gradient Tool:  নিচের চিত্রটি দেখুন। এটি হল একটি গ্রিডেন্ট।
http://www.rongmohol.com/uploads/1805_toolbox20.gif
গ্রিডেন্ট টুল সক্রিয় করলে ষ্ট্যান্ডার্ড টুলবারে এরকম দেখতে পাবেন।

এখানে বিভিন্ন গ্রিডেন্ট নির্বাচন, সাইজ ও বিভিন্ন পরিবর্তন করতে পারবেন।
খ. Paint Bucket Tool: এই টুল দিয়ে বিভিন্ন রকম প্যাটার্ন দিতে পারেন। তবে এজন্য অবশ্যই Fill থেকে প্যাটার্ন সিলেক্ট করুন।

এবং মনের সুখে প্যাটার্ন দিতে থাকুন

ফটোসপে ব্যানার তৈরি করুন (468×60)


আবার আরেকটি ফালতু পোস্ট নিয়ে আপনাদের বিরক্ত করতে আসলাম। আজ আমরা দেখবো কিভাবে ফটোসপে ব্যানার বানানো যায়। পর্যায়ক্রমে আমরা শিখব অ্যানিমেটেড ব্যানার, 125×125 ব্যানার অ্যানিমেটেড ব্যানার, 728×90 ব্যানার, 250×250 ব্যানার, 160×600 ব্যানার ইত্যাদি।
যদিও এই টিউটোরিয়ালটি পড়ার পর কেউ কেউ বলবে যে, এটা সফটওয়ার দিয়ে তৈরি করা যায় তবুও আমি দিচ্ছি যারা সফটওয়ার ব্যবহার না করে মাথা খাটিয়ে ফটোসপ দিয়ে তৈরি করতে চান।
যারা এই ফালতু পোস্টটি পড়ে বিরক্ত হতে চান না তারা কিবোর্ড থেকে Ctrl+F4 চাপুন। আমি অদৃশ্য হয়ে যাব।
এই অংশের পরেও যারা পড়ছেন তারা ঝটপট ফটোসপ ওপেন করে ফেলুন। আজ আমরা শিখব 468×60 সাইজের ব্যানার তৈরি। তাই এই সাইজের একটি নতুন ফাইল নিন।

আজ আমরা পেন টুল দিয়ে কাজ করব। পেনটুল দিয়ে প্রথমে চিত্রের মত করে এঁকে নিন। যারা পেনটুল নিয়ে কাজ করতে পারে না তাদের চুপি চুপি বলছি পেনটুল দিয়ে দারুন গ্রাফিক্স করা যায়।

কিবোর্ড থেকে p চাপলেই পেনটুল সক্রিয় হবে। তারপর জায়গামত ক্লিক, ড্র্যাগ করে কাজ করতে হবে। যেখান থেকে শুরু করবেন সেখানে গিয়ে শেষ করবেন। আমি প্রথমে গাঢ় লাল রং নিয়ে পেন টুল দিয়ে নিচের মত ব্লক করলাম

তারপর আবার হলুন রং নিয়ে নিচের মত ব্লক করলাম

এরপর ইমেজটাকে ফ্ল্যাটেন করতে হবে। এর আগের আমরা Flatten Image করা শিখেছি। পারা দেখেন নি তারা দেখেনিন কিভাবে ফ্ল্যাটেন করতে হয়


এরপর সাদা অংশ ম্যাজিক টুল দিয়ে ব্লক করে ফেলুন। কিবোর্ড থেকে w চাপলে ম্যাজিক টুল সক্রিয় হয়।

কালার প্যালেটে কমলা রং সিলেক্ট করে কিবোর্ড থেকে Alt+backspace দিন।

ওয়েব লিংক দেওয়ার জন্য ডানের শেষের দিকে একটি বক্স আঁকতে হবে। কালার প্যালেটে থেকে কালার সিলেক্ট করার পর rounded rectangle tool সিলেক্ট করুন

আমি নিচের রঙে দিলাম।


ওখানে আপনার কাংখিত ওয়েব লিংকটা টাইপ টুলের সাহায্যে দিন। কিবোর্ড থেকে t চাপলে টাইপটুল সক্রিয় হবে

আপনি যে বিষয়ের উপর ব্যানার বানাচ্ছেন তার শিরোনাম বড় করে দিন

সেই শিরোনামের স্লোগান দিন

আপনি চাইলে লোগেও ধরে এনে এখানে বসাতে পারেন ঘাড় ধরে

দেখুন তো ব্যানারটি কেমন হল!!

সোর্স ফাইল চাইলে এখান (৪৮ কিলোবাইট) থেকে ডলো করতে পারেন।